কম্পিউটার বেসিক কোর্স
- কম্পিউটার শব্দের অর্থ – উঃ গণনাকারী যন্ত্র
- কম্পিউটারে জনক- উঃ চালর্স ব্যবাবেজ
- ৩। আধুনিক কম্পিউটারের জনক – উঃ জনভন নিউম্যান।
- পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্র্রাম রচয়িতা- উঃ লেডি এডা অগাষ্টা ল্যাভলেস।
- ENIAC এর পূর্ণ রূপ – উঃ Electronic Numerical Integrator and Calculator.
- প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম UNIAC-উঃ সত্য
- নেপিয়ার কোন দেশের বিজ্ঞানী ছিলেন? উঃ জার্মানী
- EDSAC কম্পিউটার কে আবিষ্কার করেন? উঃ অধ্যাপক মরিস উইলকিস।
- সামরিক রণকৌশল নির্ণয় , আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভূতি কাজে ব্যবহৃত হয়? উঃ সুপার কম্পিউটার।
- ৩য় প্রজন্মের কম্পিউটার বৈশিষ্ট্য উঃ IC
- বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার আসে? উঃ ১৯৬৪ সালে।
কম্পিউটার হার্ডওয়্যার
- কম্পিউটারের মূল অংশগুলোর নাম লেখ। উত্তর: Input, Output Unit & CPU Unit
- একটি আধুনিক কম্পিউটারের প্রধান প্রধান অংশগুলোর নাম লেখ। উত্তরঃ ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, সিপিইউ ইউনিট, মেমরি ইউনিট, কন্ট্রোল ইউনিট।
- প্রিন্টার কী? উত্তর: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- দুটি আউটপুট যন্ত্রের নাম লিখ: উত্তর: মনিটর ও প্রিন্টার
- CPU এর পূর্ণ নাম লেখ।উত্তর: Central Processing Unit
- চারটি ইনপুট ডিভাইস এর নাম লেখ :- উত্তর: Mouse, Keyboard, OMR, OCR
- OMR কী? উত্তর: OMR এর পূর্ণনাম হল Optical Mark Reader এটি একটি ইনপুট ডিভাইস।
- চারটি I/U ডিভাইসের নাম লেখ।উত্তরঃ কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার।
- ৫টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লেখ।উত্তর: Mouse, Keyboard, Monitor, Printer, Speaker
- BIOS কী?উত্তর: Basic Input output System
- কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার?উত্তর: কম্পিউটারের স্মৃতি প্রধান ২ প্রকার।
- ATM এর পূর্ণরুপ কী? উত্তর: Automated Teller Machine
- পেন ড্রাইভ এর কাজ কী? উত্তর: ডাটা স্থানান্তর করা।
- ROM এর পূর্ণ নাম লেখ- উত্তরঃ Read Only Memory
- Pen drive কে I/O ডিভাইস বলা হয় কেন?উত্তরঃ পেন ড্রাইভের মাধ্যমে অতি সহজে এবং অল্প সময়ে তথ্য, ছবি বা চিত্র, প্রোগ্রাম এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা যায় বলে একে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- RAM ও ROM এর পূর্ণনাম লেখ- উত্তর: RAM: Random Access Memory, ROM: Read Only Memory
- মনিটর কাকে বলে?উত্তর: কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয় তাকে মনিটর বলে।
- DVD কী? উত্তর: DVD হলো Digital Versaciele Disk
সত্য-মিথ্য প্রশ্ন-উত্তর
- Super VLSI চিপ ও অপটিক্যাল ফাইবারেরসমন্বয়ে পঞ্চম প্রজন্মের কম্পিউটার তৈরি। উত্তরঃ ‘স’
- মাদারবোর্ড হল সিস্টেম ইউনিট তথা কম্পিউটারের প্রাণকেন্দ্র-উত্তর: স
- কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হলো মাইক্রোপ্রসেসরঃ- উত্তর: ‘স’
- হার্ডডিস্ক একটি প্রাইমারি মেমোরিঃ- উত্তর: ‘মি’
- কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে মাদারবোর্ডঃ- উত্তর: স
- RAM স্থায়ী Memory নয়।উত্তর: সত্য।
- Hard Disk একটি Processing ডিভাইসঃ- উত্তর: মি
- ROM এবং RAM একই মেমোরি ডিভাইসঃ- উত্তর: মি
- মাউস ইনপুট ডিভাইস-উত্তরঃ- স
- সহজে তথ্য সংরক্ষণ করা যায় Ram- উত্তর: মি।
- সফটওয়্যার হল প্রোগ্রামের সমষ্টি। উত্তর: ‘স’
- CD ROM এবং DVD ROM এর মাঝে কোন পার্থক্য নেইঃ- উত্তর: মি
- মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্রঃ- উত্তর: স
- কম্পিউটারের প্রধান ভাষা বাংলাঃ- উত্তর: ‘মি’
- Pen drive কে ফ্লাশ মেমোরি বলা হয়ঃ- উত্তর: মি
- কম্পিউটারের ডাটা মাইক্রোপ্রসেসরের ভিতর জামা-উত্তর: ‘মি’
- জয়স্টিক একটি ইনপুট ডিভাইস। উত্তরঃ স
- Scanner একটি আউটপুট ডিভাইস। উত্তর: মিথ্যা
সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ
- ১৪ ……কম্পিউটারের সকল প্রকার লজিক ও গাণিতিক কাজ করে থাকে। উত্তরঃ ALL (গানিতিক ও যুক্তিমূলক অংশ)
- সিডি রম একটি………… ডিভাইস। উত্তর: ইনপুট/আউটপুট
- প্রিন্টার একটি……. ডিভাইস। উত্তরঃ উত্তর: আউটপুট
- হার্ড ডিস্ক হল একটি ………ডিভাইস।উত্তর: Storage
- কীবোর্ড এ Function Keys……. টি। উত্তর: ১২টি
- Pen drive সংযুক্ত করার জন্য Portব্যবহার করা হয়। উত্তর: USB
- মনিটর একটি……… ডিভাইস। উত্তর: আউটপুট
- ROM একটি মেমোরি। উত্তর: স্থায়ী মেমোরি
- মনিটরের স্ক্রীনকে বলে। উত্তর: Desktop
- কী বোর্ডকে উত্তর: ৬ শ্রেণিতে ভাগ করা যায়।
- মাউস একটি ডিভাইস। উত্তর: Input
- কার্যগত দিক থেকে কম্পিউটার সফটওয়্যারকে……… শ্রেণিতে ভাগ করা যায়। উত্তর: ৩
- কী বোর্ডর ফাংশন কী………… টি। উত্তর: ১২টি
- NIC এর পূর্ণনাম। উত্তর: Network Interface Card
- কোনটি ফার্মওয়্যার? উত্তরঃ- ROM-BIOS
- ফার্মওয়্যার সংরক্ষিত থাকে-উঃ ROM এ
- CPU হল- Central Processing Unit
- কোনটি সঠিক নয়? – উঃ সফটওয়্যারের বাহ্যিক কাঠামো আছে
- বর্তমানে CPU-4 Micro processor হিসেবে কোন Device টি বিদ্যমান? উত্তরঃ- 8088
- নিচের কোনটি সহায়ক মেমোরি নয়? (ঘ) Cache এ
- RAM একটি- উঃ অস্থায়ী মেমোরি
- নিচের কোনটি RAM এর বৈশিষ্ট্য- উত্তরঃ বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়
- নীচের কোনটি CPU এর অংশ নয়?- উত্তরঃ- ROM
- মাউসের সাহায্যে কোন কাজ করা হয়?উত্তরঃ- ওপেন করা হয়
- মাউস, কী বোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা- উত্তরঃ-কন্ট্রোল প্যানেল
- কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যার সমাধান করে- উত্তরঃ-ALU
- প্রোগ্রাম বন্ধ করার জন্য কোন কমান্ড ব্যবহৃত হয়, উত্তরঃ- এক্সিট
- MD এর কাজ কী? উত্তরঃ- Making Directory তৈরি
- কোনটি Optical device? উত্তরঃ- FDD
- IC এর অর্থ- উত্তরঃ- Integrated Curcuit
- HDD হল- উত্তরঃ- Head Disk Drive
- ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত?উত্তরঃ-1.44MB
- Disk সর্বম্যাট কী? উত্তরঃ- ডিস্কে কার্যোপযোগী করা
- কম্পিউটারের boot order নিধারর্ণ করা হয়-উত্তরঃ- BIOS থেকে।
- MICR একটি- উত্তরঃ- ইনপুট ডিভাইস
- কী-বোর্ডে কন্টোল কি সংখ্যা- উত্তরঃ- ১২ টি।
অধ্যায়ঃ অপারেটিং সিস্টেম
- Windows XP হল একটি- উত্তরঃ- Operating System
- Windows কী? উত্তরঃ- Operating system program
- ফোল্ডার মুছার নিয়ম- উত্তরঃ- Select + Delete
- Ese বাটন ব্যবহৃত হয়।– উত্তরঃ- Dialogue box cancel করার জন্য
- Windows থেকে Dos এ যাওয়ার প্রক্রিয়া- Assessories
- ফার্মওয়্যার সংরক্ষিত থাকে। উত্তরঃ ROM এ
- কোনটি অপারেটিং সিস্টেম? উত্তরঃ- Linax
- প্রথম মাইক্রোসফট 4004 আবিষ্কৃত হয়- উত্তরঃ- ১৯৭১ সালে
- কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়- উত্তরঃ ডাটা প্রসেসিং করা
- MID এর ভাজ কী?Making Directory তৈরি
- ফোল্ডারে ফাইল দেখার জন্য ফোল্ডার- উত্তরঃ- ডাবল ক্লিক করা হয়
- Disk ফরম্যাট কী? উত্তরঃ- ডিস্কে কার্যোপযোগী করা
- একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি Character ব্যবহার করা হয়? উত্তরঃ ৩২
- ফোল্ডারে ভিতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে? উত্তরঃ স
- রিসাইকেল বিন এ ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায় ? উত্তরঃ স
- Windos 7 একটি Application Software- উত্তরঃ মি