অধ্যায়ঃ– MS Word
- MS-word কী ধরনের সফটওয়্যার?
উত্তর: Microsoft word ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম বা সফটওয়্যার।
- ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো উল্লেখ কর।
উত্তর: File > Print> Print dialog box হতে প্রয়োজনীয় option select করে OK ।
- ইংরেজি শব্দের প্রতিশব্দ কিভাবে বের করতে হয়, লিখ।
উত্তর: শব্দটি সিলেও করে Tools Spelling and Grammar > Suggestion অথবা F7 চাপতে হবে।
- ডকুমেন্টের কিছু অংশ বোল্ড করার কমান্ড লিখ। উত্তরঃ- নির্ধারিত অংশ সিলেক্ট করে Ctrl+B প্রেস করলে বোল্ড হবে।
- কী-বোর্ডে কতগুলো ‘কী’ থাকে?উত্তরঃ ১০১/১০৪/১০৭/১০৮
- Function কী?
উত্তর: কোন বিশেষ হিসাব নিকাশ সম্পাদনের জন্য বা কোন মান নির্ণয়ের জন্য পূর্ব থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলা হয়।
- মেইল মার্জ বলতে কি বুঝায়?
উত্তরঃ- একই চিঠি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার গদ্ধতিকে মেইল মার্জ বলে।
- Keyboard & End key এর কাজ কী?
উত্তরঃ- End key চাপলে কার্সর লাইনের শেষে যায় এবং Ctrl+End key চাপলে কার্সর Document এর/সবার শেষে যায়।
- কীবোর্ড থেকে প্রদও প্রিন্ট কমান্ডটি লেখ।
উত্তর: Ctrl+P
- Save, Save As এর পার্থক্য কী?
উত্তরঃ- ফাইলে সংরক্ষণ করাকে Save বলে। সংরক্ষিত উত্তর কম্পিউটারে কোন তথ্য বা ডকুমেন্ট একটি ফাইলটি অন্য নামে সংরক্ষনের জন্য Save As ব্যবহার করা হয়।
- MS-Word -এ কিভাবে Page Setup করা যায়, তা বর্ণনা কর।
উত্তরা File – Page Setup -Page setup Dialog Box Left, Right, Top, Bottom option থেকে প্রয়োজনীয় মার্জিন সিলেক্ট করে দিতে হবে।
- Macro কী?
উত্তরঃ- একাধিক কমান্ডের সমষ্টিকে Macro বলে।
- MS-Word এ ম্যাক্রো ব্যবহারের সুবিধা উল্লেখ
উত্তরঃ- MS-Word এ ম্যাক্রো ব্যবহারের সুবিধাসমূহ হল
(ক) একই কাজ বার বার করার প্রয়োজন হয় না।
(খ) কম সময়ে অনেক বেশি কাজ সম্পন্ন করা যায়। (গ) নির্ভুলভাবে কাজ সম্পাদান করা যায়।
- File Menu Bar এ ব্যবহৃত চারটি Sub-Menu এর নাম লেখ
উত্তরঃ- Save. Save As. Print. Page Setup
- Ctrl+ C দিয়ে কী বোঝানো হয়?
উত্তরঃ কপি বোঝানো হয়।
- Paste এর শর্টকার্ট কমান্ড কী?উত্তরঃ Ctrl+V
- MS Word copy & Paste এর Keyboard Command লেখ।
- Column Break করার জন্য কী বোর্ড থেকে প্রদত্ত কমান্ড কী? উত্তরঃ- Ctrl+Shift+ Enter
- Equation Editor কী?
উঃ গাণিতিক function কম্পোজ করা জনা।
- Ctrl-Z কমান্ডের কাজ লেখ। উত্তরঃ । Undo করার জন্য।
- Print Preview এর কাজ কী? জনন ডকুমেন্ট প্রিন্ট করার পূর্বে প্রদর্শন করা।
- Ms word এ Column কোন মেনুর অধীনে।-
উত্তর: Format মেনু্যুর অধীনে
- Spell Checking কী?
উত্তর Spell checking হচ্ছে Grammar শব্দ বানান সঠিক করা।
- Word Art কী?
উত্তর: Word Art হচ্ছে সৌন্দর্য বর্ধক টেক্সট, যা বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়।
- টেক্সট অ্যালাইনমেন্ট কয় ধরণের ও কী কী?
উত্তম ৪ (চার) ধরণের যথা: Left Alien, Right Alien, Center & Justify.
- Header কী?
উত্তর: ডকুমেন্টের প্রতিটি পৃষ্টার উপরের অংশে লেখার নির্দিষ্ট স্থানকে হেডার (Header) বলে।
- ডকুমেন্টে Footnote ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ Footnote অর্থ পাদটীকা। কোন ডকুমেন্টের মন্তব্য বা ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে পৃষ্টার নিচে অংশে পাদটীকা ব্যবহার করতে হয়।
- MS Word Text Alignment কয় প্রকার লেখ?।
উত্তরঃ Text Alignment 4 প্রকার
সত্য-মিথ্য প্রশ্ন-উত্তর
- হরিজন্টাল রুলারের সাহায্যে Hanging Events করা যায় না। উত্তরঃ মি
- Ms word-এ ডকুমেন্টের কোন শব্দ সহজে খুজে বের করা যায় না। উত্তরঃ ‘মি’
- পৃষ্টার বর্ডার দেওয়ার কমান্ড Format Border and shading Page, Border Border style.
উত্তরঃ ‘স’
- Ms-word এর Table এর দু বা ততোধিক Cell একত্র করাকে বলা হয় Merge Cell উত্তরঃ ‘স’
- Ms word-এ সমার্থক শব্দ বের করার জন্য Find কমান্ড ব্যবহৃত হয়। উত্তর: ‘মি’।
- MS-Word এ Page numbering এর ক্ষেত্রে যে-কোন Number থেকে Page numbering শুরু করা যায় না। উত্তরঃ মি
- MS Word একটি Word Processing Software. উত্তর: সত্য।
- Application program এ File save করলে তা My document এ Save হয়। উত্তরঃ ‘স’
- লেখার জন্য Subscript ব্যবহৃত হয়। উত্তর: ‘মি’।
- Header/Footed margin এর বাইরে ছাপা হয়। উত্তর: ‘মি’।
- Keyboard এ মোট চারটি Arrow key থাকে । উত্তর: স
- Clip Art View মেন্যুর অধীনে থাকে। উত্তর: মিথ্যা।
- A-Z. নিউমেরিক কী? উত্তর: ‘মি’
- ঞ+চ = ঞ্চ। উত্তর: সত্য
- নতুন ডকুমেন্ট খোলার কীবোর্ড কমান্ড Ctrl+N উত্তর: সত্য
- লেখার পরে লেখাকে ছোট বড় করা যায়। উত্তর: স
- Print কমান্ড Edit মেন্যুর অধীনে রয়েছে। উত্তর: স।
- Copy Paste ও Cut Paste এর মাঝে কোনপার্থক্য নেই। উত্তরঃ ‘মি’
- কম্পিউটার এর Clip Art এ ছবি থাকে। -উত্তর: স
- Page Set Up ফাইল মেন্যুর একটি উত্তরঃ ‘স’
- টেক্সট বক্সে লেখা যায় না।উত্তর: মি
- লেখাকে আন্ডারলাইন করা যায় না। উত্তর: মি
- Formatting Toolbar- Font Size থাকে না – উত্তর: মি
- Ms word কোনো কিছু মুছে গেলে Undo করতে হয়। উত্তরঃ ‘স’
- কলাম ও সারি মিলিত হয়ে টেবিল তৈরি হয়। উত্তরঃ ‘স’
- Ms word এ convert ব্যবহৃত হয় Data sort করার জন্য। উত্তর: মি
- Font Size টুলের সাহায্যে সিলেকটেড অবজেক্ট এর Font Size পরিবর্তন করা যায়। উত্তরঃ স
- Line Spacing এর কাজে paragraph কমান্ড ব্যবহৃত হয়। উত্তরঃ ‘স’
- Macro একটি এক বা একাধিক অ্যাকশনের একটি-উত্তর: স
- Text Box এর কাজ হলো Text কে color করা। উত্তরঃ ‘মি’
- Marge Cell এর কাজ হল Block কৃত সেল কে একত্রিত করা। উত্তর: স
- অভ্র একটি language program – উত্তরঃ ‘স’
- মেন্যুর আন্ডারে সাব-মেন্যু থাকে না। উত্তর: মি
- Bijoy একটি বাংলা ফন্টের নাম। উত্তর: ‘স’।
- TAB এর কাজ Format মেন্যুতে থাকে। উত্তর: স
- Bijoy অন করতে Ctrl+AIt+B প্রেস করতে হয়।
উত্তর: স
- File এর নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়-উত্তর: স
- বাংলা-ইংরেজী keyboard পরিবর্তনের জন্য কমান্ড হল –Ctrl+Alt B- উত্তরঃ ‘স’
- MS word এ বানান শুদ্ধ করার জন্য Spell Checker ব্যবহৃত হয়। উত্তর: সত্য
- Save ও Save As মধ্যে কোন পার্থক্য নেই। উত্তর: মি।
- ডকুমেন্টের লাইন স্পেসিং-এর সেটআপ Paragraph অপশনের মাঝে থাকে। উত্তর: স
- একাধিক file close করার জন্য exit ব্যবহৃত হয়।
উত্তরঃ ‘স’
সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর
- MS Word এ সর্বনিম্ন Zoom করা যায়…….
উত্তর: ১০%
- কোনো লেখাকে মুছার নিয়ম
উত্তর: প্রথমে শব্দ/বাক্যগুলো Select করে Delete key চাপতে হবে।
- ফাইলের নামের শেষের অংকে ……. বলা হয়।
- কোন লেখা Select করা অবস্থায় Space bar বারে চাপ পড়লে ………হয়।
উত্তর: Delete
- Ctrl+Esc ‘কী’ দুটি চাপলে পর্দায় ……. মেন্যুটি ওপেন হবে। উত্তর: Start
- ডকুমেন্টের পেজের উপরের অংশকে —— বলা হয়?-
উত্তর: Header
- Caps Lock off থাকলে লেখা…… Case
উত্তর: Lower
- টাস্ক (Taskbar) বার এর অবস্থান ডেস্কটপের…… যেখানে ……লেখা আছে। উত্তরঃ নিচে, Start
- Edit শব্দের প্রকৃত অর্থ – উত্তরঃপরিবর্তন / সম্পাদনা করা।
- A4 কাগজের সাইজ -উত্তর: 27×11.69
- বিজয় অন করার কীবোর্ড কমান্ড হল
উত্তর: Ctrl+Alt+B
- একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য ব্যবহৃত হয়।
উত্তর: Mail Merge
- প্রিন্ট করার শর্টকাট কী হচ্ছে -উত্তর: Ctrl+P
- ‘ওয়ার্ডের ডকুমেন্টে অটোনম্বর দেয়ার কমান্ড….. উত্তর: Insert menu-Page number-OK
- Paragraph এর মাধ্যমে পরিবর্তন করা যায় এ
উত্তর: Line Spasing
- Page Break এর কাজ হলো করাM-181-উত্তর: পেজকে লেখাকে দ্বিখন্ডিত করা
- ডকুমেন্টের সব লেখা ব্লক করার নিয়ম –উত্তর: Ctrl+A
- MS-Word এর কোনো File এর Extension হলো- উত্তর: .doc/docx
- Data Paste করার সংক্ষিপ্ত Command হল….উত্তর: Ctrl+V
- Ctrl + [ চেপে Font সাইজ —করা যায়। উত্তর: ছোট
- (a+b)²= a²+2ab+b² এই Formula টি এর সাহায্য নিতে হয়। লিখতে- উত্তর: Equation
- টেবিলের Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে কমান্ড ব্যবহার করা হয়। উত্তর: Spilt
- Undo করার সংক্ষিপ্ত কমান্ড হলো……….উত্তর: Ctrl+Z
- Esc বাটনে ব্যবহৃত হয়-
উত্তরঃ- Dialogue box cancel করার জন্য
- চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহার করা হয়- উত্তরঃ- Esc
- Save এর কী বোর্ড কমান্ড কোনটি?- উত্তরঃ- Ctrl+S
- ফুটার কী? উত্তরঃ- পৃষ্ঠার নীচের অংশ
- Document নাম বদলিয়ে শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়।– উত্তরঃ- Save as
- টেক্সট জাস্টিফাই বলতে কী বোঝায়?
উত্তরঃ- টেক্সটের প্রত্যেক পূর্ণ লাইনের ডান ও বাম দিক বরাবর থাকবে
- Text Alignment/Justify – উত্তরঃ- ৪ প্রকার
- Ms Word- Ctrl+Z Command টি ব্যবহৃত হয়- উত্তরঃ-ক) Undo এর জন্যে
- Ms Word-এ লেখাকে Center করার সংক্ষিপ্ত Command হল- উত্তরঃ Ctrl+E
- Ms Word-এ Ctrl+D Command প্রয়োগ করলে- উত্তরঃ- Font Dialogue box আসে
- হেডার অংশ কী-উত্তরঃ- পৃষ্ঠার উপরের অংশের টাইটেল
- MS Word এ Columns কোন মেনুর অধীনে? উত্তরঃ- Format menu
- Press Alt+E চাপলে- উত্তরঃ- Edit-এ যাবে
- গাটার (Gutter) কী?উত্তরঃ- পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা
- প্রতিটি শব্দ আলাদা। Underline করে করার কমান্ড- উত্তরঃ- (ক) Ctrl+U
- Print এর শর্টকাট কমান্ড-উত্তরঃ- Ctrl+P
- কী বোর্ডে এর কন্ট্রোল কী এর সংখ্যা কত? উত্তরঃ- ২টি
- Line Spacing দেড়গুণ করার কমান্ড-
উত্তরঃ- Ctrl+1.5
- Undo এর কী বোর্ড কমান্ড কোনটি? উত্তরঃ- Ctrl+Z
- টাস্কবার সেটিং কয়ভাগে ভাগ করা যায়? উত্তরঃ-চার
- Print preview কোন Menu এর ভেতর থাকে?। উত্তরঃ- File
- কোনটি বাংলা সফটওয়্যার – অভ্র
- ICT এর পূর্ণরূপ- উত্তরঃ Information and Communication Technology.
MS Excel
- B10 হতে K10 পর্যন্ত যোগ করার ফাংশন, Sum(B10:K10) উত্তর: স
- Worksheet- STDEV Function এর নাম গড় নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। উত্তর: মি
- MS Excel এর গড় বের করা সূত্র হচ্ছে -=Average(Cell Number:Cell Number)
উত্তর: ‘স’
- MS Excel একটি Database প্যাকেজ প্রোগ্রাম
উত্তর। মি
- IF Function টি সমষ্টি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
উত্তর। স
- একটি চার্টের টাইটেল যুক্ত করার জন্য Chart menu তে ক্লিক করতে হয়। উত্তর: স
- বার্ষিক কিস্তি নির্ণয়ের জন্য FV (rate, Nper. Print, PV. Type) ফরমেট ব্যবহৃত হয়। উত্তর: ‘স’
- MS Excel-এর File extention হলো.docx উত্তর: মি
সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর
- ওয়ার্কশীটের কোন সেল (Cell) নির্দেশ করা হয়
ও…… দিয়ে। উত্তরঃ Column. Row.
- ওয়ার্কশীটের সিলেক্ট করার ঘর সমষ্টিকে …. বলে। উত্তর: Range/Cell
- if function এর parameter উত্তরঃ ৩টি টি
- ওয়ার্কবুক হলো অনেকগুলো ……. উত্তর: ওয়ার্কশীট
- এক্সেল-এ Default ভাবে Sheet থাকে -উত্তর: ৩টি।
- MS Excel কে সফটওয়্যার বলে।
উত্তর: Application
- Excel এ ROW সংখ্যা…….. টি। উত্তর: ৬৫৫৩৬।
- প্রত্যেক সূত্রের শুরুতে……… চিহ্ন দিতে হয়। উত্তর: “=” চিহ্ন দিতে হয়।
- এক্সেল এর কলাম সংখ্যা টি। উত্তর: ২৫৬টি
- কতগুলো সংখ্যা হতে বড় সংখ্যা নির্ণয়ের জন্য MS-
- F5 থেকে F25 সেলের ডাটাগুলো যোগ করার Excel এ ফাংশন ব্যবহার করা হয়। উত্তর: =sum()
- Data Sort প্রকার- উত্তরঃ ২ প্রকার
বহুনির্বচনী প্রশ্ন-উত্তর
- Accounting এর কাজে ব্যবহৃত Program হলো- উত্তরঃ- MS Excel
- কোনটি Database প্রোগ্রাম? উত্তরঃ- MS Access
- স্প্রেডশীট প্যাকেজ প্রোগ্রাম মূলত ব্যবহার করা হয় উত্তরঃ- (খ) একাউন্টিং এর কাজে
- Microsoft Excel Program run করলে Sheet tab কয়টি থাকে? উত্তরঃ-৩টি
- F5 হতে F10 সেলের ডাটা যোগ করার ফাংশন-উত্তরঃ- =SUM(F5: F10)
- ওয়ার্কশীটের রো নির্দেশ করা হয়? উত্তরঃ- নম্বর দিয়ে
- Raw hide ব্যবহৃত হয়- উত্তরঃ- (খ) Raw কে লুকিয়ে রাখতে
- এক্সেলের নীচের কোন ফাংশনটি আজকের তারিখ প্রদান করে? উত্তরঃ- =Today()
- কোনটি Logical Function- উত্তরঃ- =If()
- Excel-এ একাধিক সেলকে একত্রিত করাকে বলে? উত্তরঃ- Merge
- MS Excel-এ DSUM() function এর parameter হলো- উত্তরঃ- ৩টি
- =Min() ফাংশন কোন কাজে ব্যবহার করা হয়- উত্তরঃ- অনেক গুলো ডাটা থেকে ছোটটি নির্ণয় করা
- MS Excel- =MOD () function ব্যবহৃত হয়- উত্তরঃ- ভাগশেষ জানার জন্য
- = AB$(-1.258) মান কত? উত্তরঃ- 1.258
- MS-Excel এ কোনটি Financial function? উত্তরঃ- ddb
- নীচের কোনটি Absolute address?উত্তরঃ- $B$20
MS PowerPoint- বহুনির্বাচনী প্রশ্ন-উত্তর:
- Microsoft Power Point কোন ধরনের প্রোগ্রাম? উত্তরঃ- Presentation Software
- স্লাইড শো-এর কী বোর্ড কমান্ড- উত্তরঃ- F5
- একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্টাকে বলা হয়।
উত্তরঃ- হ্যান্ড আউট
- নতুন স্লাইড যুক্ত করার কী বোর্ড কমান্ড হচ্ছে।
উত্তরঃ- Ctrl+M
- একটি প্রেজেন্টেশনে কয়টি স্লাইড থাকে? উত্তরঃ-একাধিক
- একসাথে একাধিক স্লাইড পর্দায় দেখার কমান্ড-
উত্তরঃ- (ক) Slide Sorter▸ view
- প্রেজেন্টেশনের খসড়া তৈরী করাকে বলা হয়- উত্তরঃ- লে আউট
- লেখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি সুন্দরভাবে উপস্থাপন করার প্রোগ্রাম কোনটি? উত্তরঃ পাওযার পয়েন্ট
- পাওয়ার পয়েন্টের ফাইলকে বলা হয়- উত্তরঃ-প্রেজেন্টেশন
- MS-Powerpoint-এ কয়টি মেনু আছে- উত্তরঃ- ৭টি
Database
- Ms Access একটি ——-Program
উত্তর: Data Base Program
- Access দিয়ে নতুন ডাটাবেজ লেয়াম তৈরী করা যায়। উত্তর। ‘স’
- Database (MS Access) ফাইলের এক্সটেনশন- উত্তরঃ- উত্তর: .dbf
- Record হল কতকগুলো ……..এর সমষ্টি। উত্তর: Field
- ডাটা Sorting করা যায়……. ভাবে। উত্তর। ২(দুই)
- MS Access একটি সফটওয়্যার……।
উত্তর: ডেটাবেজ সফটওয়্যার।
- MS Access ধরনের ডাটা টাইপ করা যায়। উত্তর: 10
- Access টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য প্রিন্ট করবি জন্য………… ব্যবহৃত হয়। উত্তর: কুয়েরী।
- Database শব্দের অর্থ- উত্তরঃ- তথ্যের সমাবেশ
- Database-এ প্রথম তৈরি করতে হয়। উত্তর: টেবিল
- SQL-এর পূর্ণরূপ হলো উত্তর: Stracture Quary Language
- ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়? উত্তরঃ- Field
- ডাটাবেস গঠিত হয় কতগুলো- উত্তরঃ- ফিল্ড নিয়ে
- ডাটা সংরক্ষিত থাকে- উত্তরঃ- টেবিলে
- MS Access- Print file কে বলা হয়? উত্তরঃ- Report File
- একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি Character ব্যবহার করা হয়? উত্তরঃ- ৩২ টি
- নিচের কোন Data Type এর সাহায্যে Windows এর অন্যান্য Program থেকে (ছবি. শব্দ, গ্রাফ ইত্যাদি) এনে Flied-এ রাখা যায়? উত্তরঃ- OLE
- MS Access-এ Query file তৈরী হয়-
উত্তরঃ- কোন Table এর উপর
- ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- উত্তরঃ- Field
- Record কী ? উত্তরঃ- পরস্পর সম্পর্কযুক্ত কিছু ফিল্ডের সমাহার
- Query কী ? উত্তরঃ- ডাটাবেজের থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা।
Internet, Webpage and Virus
- কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর: আন্তসংযোগ বিশিষ্ট দুই বা ততোধিক কম্পিউটারকে যখন একটি ডাটা কমিউনিগেশন ব্যবস্থায় নিয়ে আসা হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।
- ওয়েব ব্রাউজার কী?
উত্তর: ইন্টারনেট ব্যবহারকারী ওয়েবসাইট দেখার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
- সার্চ ইঞ্জিন করে কী?
উত্তর। সার্চ ইঞ্জিন এক ধরনের সফটওয়্যার বা ওয়েবসাইট। ওয়েবপেজ থেকে কোন কিছু খুজে বের করাকে সার্চ বলে।
- দুটি জনপ্রিয় Search Engine এর নাম লেখ।
উত্তর: দুটি জনপ্রিয় Search Engine এর নাম হচ্ছে- Yahoo, Google
- Network operating systems এর নাম লেখ।
উত্তর: UNIN, LINUX
- দুটি ব্রাউজার সফটওয়্যার এর নাম লিখ।
উত্তর: Google Chrome, Mozila Firefox
- হোমপেজ কী?
উত্তর। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ওপেন করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় তাকে সেই সাইটের হোমপেজ বলে।
- হাইপারলিঙ্ক বলতে কী বুঝায়?
উত্তর। একটি ডকুমেন্ট বা পেজের সাথে অন্য একটি ডকুমেন্ট বা পেজের আন্তঃসংযোগ বা লিংক করাকে হাইপারলিংক বলে।
- ই-মেইল দিয়ে কী করা যায়?
উত্তর: ই-মেইল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল (Electronic Mail), ই-মেইল দিয়ে কম্পিউটারে বার্তা আদান প্রদান করা যায়।
- ই-মেইল এড্রেসের ফরমেট লেখ: name @ dormain name
দুটি ই-মেইল সফটওয়্যার এর নাম লেখ:
yahoo, Gmail
ইমেইল। E-mail) আড্রেসের বিভিন্ন অংশগুলো চিহ্নিত কর।
উত্তরঃ ই-মেইল এড্রেসে ৫ এর পূর্বের অংশকে ইউজার নেম এবং পরের অংশকে ডোমেইন নেম বলে।
- E-Commerce কী?
E-Commerce হচ্ছে Electrinic পদ্ধতির মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বানিজ্য পরিচালনা করা।
- IP Address কী?
উত্তর : IP Address এর পূর্ণরূপ হচ্ছে- Internet Protocol Addi, ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের পৃথক পৃথক ঠিকানা থাকে এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস এল। তথ্য আদান-প্রদানে সাযারনত আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- ওয়েবপেজ কী?
উত্তর: HIMI. নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টগুলোকে ওয়েব পেইজ বলা হয়
- কী?
উত্তর: URL (Uniform Resource Locator) হচ্ছে ওয়েবসাইটের একক (Unique) ঠিকানা।
- ওয়েব সাইট কী?
উত্তর: কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পেইজ, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে গত সাইট বুঝায়।
- ডোমেইন নেম কি?
উত্তর: আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার জন্য ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারে ইংরেজী অক্ষরে সাছি নামকে ডোমেইন নেম বলা হয়।
- Yahoo Massenger-এর কাজ কী?
উত্তরঃ- Yahoo Massenger-হচ্ছে ইন্টারনেট ভিত্তিক জনপ্রিয় সংক্ষিপ্ত বার্তা প্রেরণের সফটওয়্যার।
- কম্পিউটার ভাইরাস কী?
উত্তর: কম্পিউটারের ভাইরাস হল একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
- কয়েকটি ক্ষতিকারক ভাইরাসের নাম লেখ।
উত্তরঃ- Trojan horse. Y2k, love bug, Chernobyl, Chernobyl Virus, CIH Virus. Love Bug Virus, By By Virus,
- Anti virus সফটওয়ারের কাজ কী?
উত্তর: ভাইরাস প্রতিরোধক এবং প্রতিষেধক প্রোগ্রাম হিসেবে কাজ করে Anti virus।
- কয়েকটি এন্টিভাইরাসের নাম লিখ:
উত্তর Kaspersky. Toglkit. Avast Antivirus
সত্য-মিথ্য প্রশ্ন-উত্তর
- বাংলাদেশে প্রথম E-mail সার্ভিস চালু হয় ১৯৯৩ সালে। উত্তরঃ- স
- একটি ভবনের সকল তালায় কম্পিউটার নেটওয়া স্থাপন করার জন্য WAN নেটওয়ার্ক ব্যবহার কর হয়।
উত্তর: মিথ্যা
- একই ম্যাসেজ বিভিন্ন প্রাপকের নিকট পাঠাতে CC ফিল্ডে প্রাপকের মেইল অ্যাড্রেস লিখতে হয়। উত্তরঃ ‘স’
- কোন একটি ওয়েবসাইটের-প্রথম পেজকে Home বলে।
উত্তর: সত্য
- Google একটি Internet সার্চ ইঞ্জিন। উত্তর: সত্য।
- Web site চিঠিপত্র লেখার কাজে ব্যবহৃত হয়।
উত্তর: মি।
- মেইল একাউন্ট বন্ধ করার জন্য Sign out ক্লিক
উত্তর: স
- Front Page ওয়েভ Page তৈরির জন্য ব্যবহৃত
- E-mail বলতে Document তৈরি করা বোঝায়।
- Internet অর্থ International Network. M উত্তর: ‘মি’
- Mail পাঠাতে হলে Sing up করতে হয়। উত্তর: ‘মি’
- কম্পিউটারের ভাইরাস একটি প্রোগ্রাম। উত্তর: সত্য
বহুনির্বচনী প্রশ্ন-উত্তর
- কোনটি Network Operating System?
উত্তরঃ UNIX
- NASA এর পূর্ণরুপ কোনটি? উত্তরঃ- National Aromatics and spase Administration
- ই-মেইলের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহৃত হয়-
উত্তরঃ- Sign Up
- NIC এর পূর্ণনাম- উত্তরঃ- Network Interface Card
- রাউটার কী? উত্তরঃ- Firmware
- Internet connection এর জন্য প্রয়োজনীয়-
উত্তরঃ- LAN card. Cable, connetor
- কম্পিউটার ভাইরাস কী? উত্তরঃ- ক্ষতিকর প্রোগ্রাম
- ইন্টারনেট Connectivity এর নাম নয় কোনটি?
উত্তরঃ- (খ) Yahoo
- বিশ্বের বড় বড় গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে তথ্য আদান-প্রদানের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তরঃ- ক) ইন্টারনেট
- LAN শব্দের পূর্ণরূপ কোনটি?
উত্তরঃ- Local Area Network
- Kaspersky একটি – উত্তরঃ- অ্যান্টিভাইরাস
সংখ্যা পদ্ধতি
- বিট কী ?
উত্তর: ইংরেজি বাইনারি ডিজিটকে (0.1) সংক্ষেপে বিট বলা হয়।
- কত কিলোবাইটে ১ মেগাবাইট
উত্তর: ১০২৪ কিলোবাইট
৭। ইউনিকোড কী?
উত্তরঃ- বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড কনসোর্টিয়াম একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বা ইউনিভার্সেল কোড বলা হয়।
- ১ টেরাবাইট সমান কত গিগাবাইট। উত্তরঃ-১০২৪ গিগাবাইট
- বাইনারি এবং অকট্যাল সংখ্যা পদ্ধতিতে কয়টি মৌলিক অঙ্ক আছে ও কী কী?
উত্তর: বাইনারি সংখ্যা পদ্ধতিতে ২টি মৌলিক অঙ্ক আছে। যথা-0.1 এবং অকট্যাল সংখ্যা পদ্ধতিতে ৮টি মৌলিক অঙ্ক আছে।
- ১০১১ কে ডেসিমাল সংখ্যায় রূপান্তর কর: উত্তর: ১১
সত্য-মিথ্য প্রশ্ন-উত্তর
- (1001)2 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে
11 হয়। উত্তর: মি
- 1000 megabyte = 1 Gigabyte উত্তর: মি
- হেক্সাডেসিম্যাল নাম্বারিং সিস্টেম বলতে কী বোঝায়?
উত্তরঃ যে সংখ্যা পদ্ধতিতে 16টি অংক বা সংখ্যা ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত হয় হেক্সা ৩টি এবং দশমিক সংখ্যা 10 টি সংখ্যা নিয়ে।
৬। কত কিলোবাইটে ১ মেগাবাইট? উত্তরঃ- 1024
সঠিকশব্দ দিয়ে শুন্যস্থান পুরণ কর
- ১(এক) গিগাবাইট (GB) ….. মেগাবাইট (MB)-উত্তর: 1024
- (13)10 সংখ্যাটি বাইনারিত রূপান্তর করলে……….উত্তর: 1101
- 1024 বাইটকে………. বলা হয়। উত্তর: 1 KB
- (28)10 এর বাইনারী মান…উত্তরঃ (11100)2
- ১ গিগাবাইট……….. কিলোবাইট।উত্তরঃ 10,48,576 কিলোবাইট।
- অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো উত্তরঃ ৮ (আট)
- 10111 বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হচ্ছে -উত্তর: 23
বহুনির্বাচনী প্রশ্ন
- (1001)2 সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে হবে?উত্তরঃ- ৯
- (11)10 সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কত হবে? উত্তরঃ- (1011)2
- (21)10 সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কত হবে? উত্তরঃ- (10101)2
- (29)10 সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কত হবে? উত্তরঃ- (11101)2
- 2GB সমান কত কিলোবাইট?- উত্তরঃ 221
- 1 +1 যোগ করলে বাইনারি কত হবে? উত্তরঃ- 10
Translate into English
- সূর্য পূর্বদিকে ওঠে। Ans: The sun rises in the east
- ঢাকা বাংলাদেশের রাজধানী। Ans: Dhaka is the capital of Banglades
- আমি মার্চেন্ডাইজিং ট্রেডের একজন ছাত্র।Ans: I am student of Merchandising Trade
- আমার বাবা একজন গরীব লোক।Ans: My father is a poor man.
- বাংলাদেশ আমার জন্মভূমি।Ans: Bangladesh is my motherland.
- আমি বাড়ি যাব।Ans: I will go home.
- সে স্কুলে যাচ্ছে।Ans: He is going to school
- আমার বাবা একজন গরিব কৃষক।Ans: My father is a poor farmer.
- বৃষ্টি পড়ছে।Ans: It is raining.
- মুষলধারে বৃষ্টি পড়ছে।It is raining cats and dogs.
- সূর্য পূর্বদিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।Ans: The sun rises in the east and ses in the west
- রহিম রোজ স্কুলে যায় এবং করিম ঘুমায়।Ans: Rahim goes to school everyday
- চল, বেড়াতে যাই।Ans: Let us go to visit
- দেশপ্রেম মহৎ গুণ। Ans: Patriotism is a great virtue
- সে স্কুলে যায়।Ans: He goes to school.
- সে প্রতিদিন স্কুলে যায়।Ans: He goes to school Everyday
- রহিম রোজ স্কুলে যায়।Ans: Rahim goes to school everyday
- সে প্রতিদিন বিকেলে ফুটবল খেলে।Ans: He plays football everyday afternoon.
- Swimming —- a good excericise-Ans:is