কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন সাজেশন 2025

কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশনঃ- অধ্যায়ঃ-১

  • কম্পিউটারের জনক কে? অথবা, আধুনিক কম্পিউটারের জনক কে? উঃ চার্লস ব্যাবেজ
  • Computer শব্দের অর্থ কী? উঃ গণনা করা
  • IC এর অর্থ- উঃ Integrated Circuit
  • EDSAC কম্পিউটার কে আবিষ্কার করেন? উঃ অধ্যাপক মরিস উইলকিস
  • নেপিয়ার কোন দেশের বিজ্ঞানী ছিলেন? উঃ স্কটল্যান্ড
  • অ্যাবাকাস কী ধরনের যন্ত্র? উঃ কাঠের তৈরি গণনাকারী যন্ত্র
  • কত সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়? উঃ ১৯৬৪ সালে
  • ৩য় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য? উঃ IC
  • ICT-এর পূর্ণরূপ কোনটি? উঃ Information & Communication Technology
  • কখন প্রথম মাইক্রোপ্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে? উঃ ১৯৮১ সালে
  • ‘ডিফারেন্সিয়াল ইঞ্জিন’ তৈরি হয় কত সালে? উঃ ১৭৮৬ সালে।
  • বাংলাদেশে প্রথম স্থাপিত কম্পিউটারের নাম কী? উঃ IBM 1620 মেইনফ্রেম
  • কোন সালে আইবিএম পিসি বাজারে ছাড়ে? উঃ ১৯৮১ সালে
  • প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? উঃ লেডি এডা আগাস্টা
  • মার্ক-১ কে তৈরি করেন? উঃ অধ্যাপক হাওয়ার্ড এইচ. আইকেন
  • কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? উঃ Computare
  • কম্পিউটারের বৈশিষ্ট্য কোনটি? উঃ ক্লান্তিহীনতা
  • ক্লোন হচ্ছে- উঃ আইবিএম পিসি’র নকল
  • আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার? উঃ ৪ প্রকার

সংখ্যা পদ্ধতি

  • বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো হলো- উঃ ০ , ১
  • সংখ্যা পদ্ধতি কত প্রকার? উঃ ৪ প্রকার
  • (29)10 সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে কত হয়? উঃ (11101)2
  • (1011)2 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে উত্তর হবে- উঃ (11)10
  • ১+১ যোগ করলে বাইনারিতে হবে- উঃ 10
  • (১১)১০ সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কত হবে? উঃ (১০১১)
  • (২১)১০ সংখ্যাটি বাইনারিতে প্রকাশ করলে কত হয়? উঃ (১১০১)
  • 2510 -এর বাইনারি কত? উঃ (১১০০১)
  • (111001)2-এর Hexa Decimal-এ প্রকাশ- উঃ 39
  • অ্যাসকি (ASCII) কোড কত বিটের হয়? উঃ ৭
  • কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? উঃ ডেসিমাল
  • কম্পিউটার কাজ করে কোন পদ্ধতিতে? উঃ বাইনারি
  • বিসিডি (BCD) কোড এর পূর্ণরূপ- উঃ Binary Coded Decimal
  • ASCII এর পূর্ণনাম হলো- উঃ American Standard Code for Information Interchange
  • কন্ট্রোল ইউনিটের কাজ নয় কোনটি? উঃ তথ্য সংরক্ষণ
  • গাণিতিক ও যুক্তি অংশকে সংক্ষেপে কি বলা হয়? উঃ ALU
  • P.U হলো- উঃ Central Processing Unit
  • ALU এর পূর্ণরূপ কী? উঃ Arithmetic Logic Unit
  • কম্পিউটারের ইনপুট ডিভাইস নয় কোনটি? উঃ মনিটর
  • সি.পি.ইউ এর প্রধান অংশ নয় কোনটি? উঃ অপারেটিং সিস্টেম
  • কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমান করে- উঃ ALU
  • নিচের কোনটি RAM-এর বৈশিষ্ট্য? উঃ বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়
  • কোনটি স্টোরেজ ডিভাইস- উঃ হার্ড ডিস্ক
  • পেনড্রাইভ হলো একটি —- ডিভাইস উঃ ইনপুট ও আউটপুট ডিভাইস নয় ।
  • ইনপুট ডিভাইস নয় কোনটি? উঃ স্পিকার
  • প্রিন্টার একটি- উঃ আউটপুট ‍ডিভাইস
  • কোনটি Optical device? উঃ FDD
  • HDD হলো- উঃ Hard Drive Disk
  • মাউস কী-বোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে? উঃ কন্টোল প্যানেল
  • ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত? উঃ44 MB
  • OMR শব্দের পূর্ণরূপ কোনটি? উঃ Optical Mark Reader
  • MICR একটি- উঃ ইনপুট ডিভাইস
  • মাউস একপ্রকার- উঃ পয়েন্টার
  • ডট মেট্রিক্স প্রিন্টার হলো- উঃ আউটপুট ডিভাইস
  • USB-এর পূর্ণরূপ হলো- উঃ Universal Serial Bus
  • কী-বোর্ডে কন্ট্রোল ‘কী’-এর সংখ্যা কত? উঃ ৫ টি
  • মাউসের সাহায্যে কোন কাজ করা হয়? উঃ ওপেন করা হয়
  • মাইক্রোপ্রসেসরের কাজ কী? উঃ তথ্য প্রক্রিয়াকরণ করা
  • মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি? উঃ র‌্যাম
  • ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন টিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উঃ I / O
  • ইনপুট ডিভাইস নয় কোনটি? উঃ প্রিন্টার
  • আউটপুট ডিভাইস নয় কোনটি? উঃ ডিজিটাল ক্যামেরা
  • সি.পি.ইউ এর অংশ নয় কোনটি? উঃ মেমরি
  • রেজিস্টার হচ্ছে- উঃ প্রক্রিয়াকরণের অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান
  • কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না? উঃ ফ্লপি ডিক্স
  • স্ক্যানার এক ধরনের- উঃ ইনপুট ডিভাইস
  • প্লটার হচ্ছে এক ধরনের- উঃ প্রিন্টার
  • পোস্ট স্ক্রিপ্ট কী? উঃ প্রিন্টারের ভাষা
  • কী-বোর্ডে কতগুলো কী থাকে? উঃ ১০০-১০৪ টি
  • ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতামটি ব্যবহার হয়। উঃ Shift
  • কী-বোর্ডে অ্যারো কী-এর সংখ্যা কয়টি? উঃ ৪টি
  • সফটওয়্যার হচ্ছে- উঃ এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি
  • কম্পিউটারের প্রাণ কোনটি? উঃ সফটওয়্যার
  • কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়? উঃ ডাটা প্রসেসিং করা
  • Windows XP হলো একটি- উঃ Operating system
  • কোনটি Network Operating System? উঃ UNIX
  • কোনটি সঠিক?উঃ অপারেটিং সিস্টেমের অধীনে সকল প্রোগ্রাম চলে
  • Windows হলো একপ্রকার- উঃ Operating System Program
  • কোনটি অপারেটিং সিস্টেম? উঃ Linux
  • MD এর কাজ কী? উঃ Making Directory তৈরি
  • Windows 98 কোন ধরনের সফ্টওয়্যার? উঃ সিস্টেম সফটওয়্যার
  • Windows 95 কখন বাজারে আসে? উঃ ২৪ আগস্ট ১৯৯৬
  • Windows NT কত বিটের? উঃ ৩২ বিটের
  • DOS কী? উঃ আইবিএম পিসি’র অপারেটিং সিস্টেম
  • OS/2 কত বিটের অপারেটিং সিস্টেম? উঃ ৬৪ বিট

কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কেন করবেন?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top